ওয়াজ মাহফিলে যুবককে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০১:৩২ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৯

কুষ্টিয়ার কুমারখালীতে ওয়াজ মাহফিলে মান্নান খাঁ (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার ১১নং চরসাদীপুর ইউনিয়নের ঘোষপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মান্নান খাঁ গোবিন্দপুর গ্রামের জামাল খানের ছেলে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- চরসাদীপুর ইউনিয়নের চরকুশাখালী গ্রামের বকুল প্রামাণিকের ছেলে তারিকুর রহমান, জলিল মণ্ডলের ছেলে মুন্না মণ্ডল, ইদ্রিস মণ্ডলের ছেলে সাগর মণ্ডল ও মুরাদ শেখের ছেলে ইব্রাহিম শেখ।

চরসাদীপুর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ৯টায় ঘোষপুর জামে মসজিদ প্রাঙ্গণে ওয়াজ মাহফিল চলাকালে কয়েকজন বখাটে পূর্বশত্রুতার জেরে মান্নানকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত মান্নাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।