ভারত থেকে অনুপ্রবেশের সময় ১২ জনকে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০২:৩১ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৯

ভারত থেকে অবৈধভাবে প্রবেশের দায়ে ঝিনাইদহের মহেশপুরে নারী-পুরুষ ও শিশুসহ মোট ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার লেবুতলা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।

ঝিনাইদহ-৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর কামরুল হাসান জানান, সীমান্তে পাসপোর্ট বিহীন অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবির বিশেষ টহল দল সীমান্তের জুলুলী বিওপির লেবুতলা মাঠ এলাকা থেকে ১২ জনকে আটক করে। তাদেরকে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলার পর মহেশপুর থানায় সোপর্দ করা হবে।

আটককৃতরা জানান, তারা জনপ্রতি ৩ হাজার টাকা করে দিয়ে ভারত থেকে দালালের মাধ্যমে সীমান্ত পার হয়ে বাংলাদেশে এসেছেন। পরে এপারের দালালরা সহযোগিতা করলেও বিজিবি তাদের আটক করেছে।

ভারতে জাতীয় নাগরিক পুঞ্জি (এনআরসি) ঘোষণার পর নভেম্বর মাস থেকে আজ (সোমবার) পর্যন্ত এ নিয়ে মোট ৩২১ জনকে আটক করল বিজিবি।

আব্দুল্লাহ আল মাসুদ/এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।