চাঁপাইনবাবগঞ্জে জেএমবির পাঁচ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ১১ ডিসেম্বর ২০১৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চাকলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-৫, রাজশাহী ক্যাম্পের সদস্যরা।

বুধবার বিকেলে র‌্যাব-৫, রাজশাহী ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতাররা হলেন উপজেলার চাকলা গ্রামের হযরত আলীর ছেলে মো. মর্জেম হোসেন ওরফে মোয়াজ্জেম, দানেশ আলীর ছেলে মো. রবিউল ইসলাম, মৃত কালুমদ্দিনের ছেলে মো. সেলিম রেজা, মৃত জোহাক আলীর ছেলে মো. মাহিদুর রহমান ও আব্দুর রহমানের ছেলে মো. ফাহাদ হোসেন।

RAB

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, জেএমবির কতিপয় সদস্য জেলার চাকলায় জেএমবির কার্যকলাপ জোরদার ও নাশকতার পরিকল্পনার জন্য গোপন বৈঠকে মিলিত হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

মোহা. আব্দুল্লাহ/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।