মহেশপুর সীমান্তে যুবকের লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৯:৫৯ এএম, ১৮ ডিসেম্বর ২০১৯

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের লেবুতলা এলাকায় ভুট্টাক্ষেত থেকে তরিকুল (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার বিজিবি। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার লেবুতলা সীমান্তের জিরো লাইন থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্টুপ্লা মাঠের ভেতর মরদেহটি পাওয়া যায়। নিহত তরিকুল ভৈরবা পাচপোতা এলাকার বিশ্বাস বাড়ির ছেলে।

স্থানীয়রা জানান, তরিকুলসহ কয়েকজন ভারত থেকে গরু আনা-নেয়ার কাজ করতো। ধারণা করা হচ্ছে এমনই কোনো কাজ করার সময় বিএসএফের তাড়া খেয়ে তার মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান বলেন, কী কারনে তার মৃত্যু হয়েছে বিষয়টি এখনও জানা যায়নি। যেহেতু মরদেহ সীমান্ত এলাকায় পাওয়া গেছে সেহেতু এর পেছনে কারণ থাকতে পারে। সে চোরাকারবারিও হতে পারে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।