শৈত্যপ্রবাহে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২১ ডিসেম্বর ২০১৯

কুড়িগ্রামে টানা মৃদু শৈত্যপ্রবাহ আর হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ ও শ্রমজীবীরা। দিনভর সূর্যের দেখা মিলছে না। যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। সন্ধ্যার পরপরই রাস্তাঘাট জনমানব শূন্য হয়ে পড়ছে।

অতিরিক্ত ঠান্ডায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এদের বেশির ভাগ শিশু ও বৃদ্ধ।

গত তিনদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অর্ধশতাধিক শিশু। ২৪ ঘণ্টায় ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু ভর্তি হয়েছে আটজন।

Kurigram-Winter-Photo

কুড়িগ্রাম আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টায় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহ শেষ হলে দুই একদিন পর হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নাজমুল হোসাইন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।