ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৯

দেবরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন পিরোজপুর সদর উপজেলার একপাই জুজখোলা এলাকার এক প্রবাসীর স্ত্রী। অভিযুক্ত ধর্ষক প্রবাসীর মামাতো ভাই সদর উপজেলার পশ্চিম চর কদমতলা গ্রামের মো. আশ্রাফ আলী মোল্লার ছেলে ইকবাল হোসেন মোল্লা লিংকন (২৩)।

সোমবার (২৩ ডিসেম্বর) পিরোজপুর সদর থানায় গৃহবধূর অভিযোগ পেয়ে রাতেই আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর রাতেই লিংকনকে আসামি করে ধর্ষণ মামলা করেন গৃহবধূ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১০ অক্টোবর দেবর লিংকন বেড়াতে এসে রাতে বাড়িতে থেকে যায়। পরে শাশুড়ি ও সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন গৃহবধূ। রাতে লিংকনকে ঘরের বারান্দায় ঘুমাতে দেয়া হয়।

সবাই ঘুমিয়ে পড়ার পর মধ্যরাতে লিংকন গৃহবধূকে ধর্ষণ করে। এরপর গত কয়েকদিন ধরে লিংকন গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করলে পুলিশের কাছে অভিযোগ দেন।

পিরোজপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল বলেন, গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা হাসপাতালে এবং আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাহামুদুর রহমান মাসুদ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।