পরিচ্ছন্নতাকর্মীদের শীতবস্ত্র দিলেন পটুয়াখালীর পৌর মেয়র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৩:১৬ এএম, ২৬ ডিসেম্বর ২০১৯

পরিচ্ছন্নতাকর্মীদের শীতবস্ত্র (জ্যাকেট) দিলেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ। বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৯টায় পরিচ্ছন্নতাকর্মীদের হাতে এসব শীতবস্ত্র তুলে দিয়েছেন তিনি।

পৌরসভা সূত্রে জানা গেছে, নাইট শিফটে কর্মরত ১২ জন পুরুষ পরিচ্ছন্নতাকর্মীকে জ্যাকেট প্রদান করা হয়েছে।

পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, রাতে জ্যাকেট হাতে পাওয়ার পর ওই মানুষগুলোর মুখের হাসিটা আমার প্রাণ স্পর্শ করেছে, যা সত্যি ভালো লাগে। পর্যায়ক্রমে সব পরিচ্ছন্নতাকর্মীকে জ্যাকেট প্রদান করা হবে।

তিনি পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে বলেন, এই শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদের। সুন্দর ও পরিচ্ছন্ন পটুয়াখালী শহর গড়তে আপনাদের ওপর দায়িত্ব ছেড়ে দিয়েছি।

পরিচ্ছন্নতাকর্মী রাব্বি, সাদ্দাম ও আল আমিন বলেন, আমাদের গরম কাপড় কেনার সামর্থ্য নেই। আজ রাতে মেয়র স্যার আমাদের জ্যাকেট দিয়েছেন। স্যার সবসময় বলেন, তোমরা শহর পরিষ্কার-পরিচ্ছন্ন করতে ভূমিকা রাখ। তিনি আমাদের মতো গরিবদের কথা ভোলেননি।

এ সময় পটুয়াখালী পৌর কাউন্সিলর জাহিদ সিকদার, জেলা যুবলীগ সদস্য ও ব্যবসায়ী মো. হাফিজুর রহমান হাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।