যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৮:৫২ এএম, ২৯ ডিসেম্বর ২০১৯

পিরোজপুরের মঠবাড়িয়ায় মো. শহীদ সরদার (৪০) নামে এক যুবলীগ নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় শহীদের বড় ভাই বাচ্চু সরদার (৫২) বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মিরুখালী বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত শহীদ সরদার ও বাচ্চু সরদার খায়ের ঘটিচোরা গ্রামের মৃত আনোয়ার হোসেন সরদারের ছেলে। শহীদ সরদার উপজেলার দাউদখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি।

পারিবারিক সূত্রে জানা যায়, শহীদ সরদার ও খায়ের ঘটিচোরা মাদরাসার সহকারী শিক্ষক আব্দুস সালাম মিরুখালী বাজারে (বাঁধের পাশে) দলিল লেখক সিদ্দিক জমাদ্দারের ঘরে বসে জমিজমা-সংক্রান্ত কাগজ দেখছিলেন। এ সময়ে ৭/৮ জনের একদল দুর্বৃত্ত রামদা ও দাসহ ঘরের মধ্যে প্রবেশ করে শহীদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। শহীদের চিৎকারে তার বড় ভাই বাচ্চু সরদার বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মঠবাড়িয়া থানা পুলিশের ওসি (তদন্ত) আব্দুল হক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।