অনুমোদন ছাড়াই ক্লিনিক, অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ
পটুয়াখালী শহরের লাইফ কেয়ার ক্লিনিকের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় এবং ক্লিনিকের অনুমোদন না থাকায় দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুরে শহরের সবুজবাগ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক সেলিম মিয়াসহ র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, অভিযানের সময় শহরের লাইফ কেয়ার ক্লিনিকের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। সেই সঙ্গে ওই ক্লিনিকের অনুমোদন না থাকায় দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
মহিব্বুল্লাহ চৌধুরী/এএম/পিআর