জনকল্যাণে এক টেবিলে ছাত্রলীগ-ছাত্রদল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ০২ জানুয়ারি ২০২০

বাগেরহাটে শহরের পরিবেশ সুরক্ষা ও স্বাস্থ্য ঝুঁকি হ্রাসে একসঙ্গে এগিয়ে এসেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের দুই রাজনৈতিক ফেলো বাগেরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী মনজুর হাসান উল্কা ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহা মাহী।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে একসঙ্গে সংবাদ সম্মেলন করেন তারা। জনকল্যাণে শহরের মদনের মাঠের সামনে ও লঞ্চঘাট মসজিদসংলগ্ন স্থান থেকে ময়লার ভাগাড় পরিষ্কারে নিজেদের প্রচেষ্টার কথা তুলে ধরেছেন দুই রাজনৈতিক দলের এই দুই নেতা।

তারা জানান, শহরের মদনের মাঠের সামনে ও লঞ্চঘাট মসজিদসংলগ্ন স্থান থেকে ময়লার ভাগাড় নিয়মিত পরিষ্কার করতে ৩০০ বাসিন্দা স্বাক্ষরিত আবেদনপত্র ১৩ নভেম্বর মেয়র খান হাবিবুর রহমানের কাছে জমা দেয়া হলেও এখনো সমস্যার সমাধান হয়নি।

এ সময়ে জবাবদিহিতার প্রশ্নে বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র আব্দুল বাকী তালুকদার জানান নতুন করে জায়গা নেয়া হয়েছে। দ্রুত শহরের ময়লা নিয়ে যে নাগরিক সমস্যা রয়েছে তার সমাধান হবে।

এতে আরও উপস্থিত ছিলেন- বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মো. মোজাফ্ফর হোসেন, সনাক সভাপতি অধ্যাপক চৌধুরী আব্দুর রব, আওয়ামী লীগ নেতা শরিফা খানম ও বিএনপি নেতা মোজাফ্ফর রহমান আলম প্রমুখ।

শওকত আলী বাবু/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।