বৃষ্টি কমলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ০৩ জানুয়ারি ২০২০

ভোর রাত থেকে অবিরাম বৃষ্টি ও শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে বাগেরহাটের জনজীবন। বৃষ্টির সঙ্গে বয়ে যাচ্ছে দমকা হওয়া। এ কারণে শীতে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। সকাল থেকেই লোকজন বাড়ি থেকে বের হতে পারছে না। রাস্তাঘাট যানবাহন শূন্য। শীত ও বৃষ্টিতে বিশেষ করে খেটে খাওয়া দিনমজুররা পড়েছেন বিপাকে।

শুক্রবার ভোর থেকে কখনও ভারি ও আবার কখনও গুড়ি-গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। সন্ধ্যায়ও বাগেরহাটে অবিরাম বৃষ্টি হচ্ছে। ভোররাত থেকে বিকেল ৫টা পর্যন্ত ২৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে কৃষি বিভাগ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস।

Bagerhat-Rain

অসময়ে বৃষ্টি আর শীতে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। বৃষ্টির কারণে রাস্তাঘাটে পানি জমে গেছে। রাস্তাঘাট অনেকাংশে ফাঁকা। জরুরি প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছেন না। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।

মোংলা আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের কারণে বৃষ্টি হচ্ছে। শনিবার পর্যন্ত এ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃষ্টি কমলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

শওকত আলী বাবু/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।