৪২ কোটি টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জে হচ্ছে পর্যটন কেন্দ্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ০৪ জানুয়ারি ২০২০
ছবি : চাঁপাইনবাবগঞ্জে ৪২ কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্রের স্থান পরিদর্শনে প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, দ্রুত সময়ের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত পর্যটন কেন্দ্রের অবকাঠামো নির্মাণ কাজ শুরু হবে।

শনিবার (০৪ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে শেখ হাসিনা সেতুসংলগ্ন স্থানে মহানন্দা নদী তীরে প্রস্তাবিত পর্যটন কেন্দ্রের জায়গা পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত এই প্রকল্পের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। এই প্রকল্পের কাজ শেষ হলে এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগবে এবং মানুষের কর্মসংস্থান হবে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক ও চাঁপাইবাবগঞ্জের জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক প্রমুখ।

৪২ কোটি টাকা ব্যয়ে ৪৪ দশমিক ৩৪ একর জায়গার ওপর নির্মাণ করা হবে এই পর্যটন কেন্দ্র। এর মধ্যে থাকবে পাঁচতলা বিশিষ্ট ভবন, ম্যাংগো মিউজিয়াম, সীমানাপ্রাচীর নির্মাণ, শিশুদের জন্য রাইড ও পিকনিক স্পট।

মোহা. আব্দুল্লাহ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।