বাগেরহাটে এমপি মোজাম্মেলের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১০ জানুয়ারি ২০২০

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেনের মরদেহ বাগেরহাটে নেয়া হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ১টায় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে তার মরদেহ শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে পৌঁছায়।

এরপর মরদেহবাহী গাড়িতে করে স্টেডিয়াম থেকে রেলরোড দলীয় কার্য়াালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামানের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা। এর পরপরই জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন শ্রদ্ধা জানান। এ সময় প্রিয় নেতাকে বিদায় জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে।

bagerhat03.jpg

পরে শহরের আমলাপাড়া এলাকার নিজ বাড়িতে নেয়া হয় ডা. মোজাম্মেল হোসেনের মরদেহ। সেখান থেকে দুপুর ২টায় আবার শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে নেয়া হয়। সেখানে গার্ড অব অনার ও জানাজা শেষে তার মরদেহ মাইক্রোবাসযোগে নিজ নির্বাচনী এলাকা মোড়েলগঞ্জ উপজেলার এসিলাহা স্কুল মাঠে নেয়া হয়েছে। সেখানে বাদ আসর জানাজা শেষে কচুবুনিয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

bagerhat03.jpg

এর আগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এমপি ডা. মোজাম্মেল হোসেন। তিনি ১৯৯১ সালে বাগেরহাট -১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৯ সালে বাগেরহাট-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

শওকত বাবু/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।