ঘুষ নিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ছাড়, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১৮ জানুয়ারি ২০২০
ফাইল ছবি

ঘুষ নিয়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয়ার ঘটনায় ভৈরব বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অরিফকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পুলিশ সুপারের কার্যালয়ের এক নির্দেশে তাকে প্রত্যাহার করে কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। শনিবার (১৮ জানুয়ারি) এসআই অরিফ কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে যোগদান করেন।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১১ নভেম্বর রাত আড়াইটার দিকে ভৈরব বাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সেলিম ও এসআই আরিফ শহরের পঞ্চবটি এলাকায় গিয়ে দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে তাদের ছেড়ে দেন। মাদক ব্যবসায়ীরা হলেন- মাইগ্গা আলম ও সুমি বেগম। ওই সময় বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়।

পরে ঘটনাটি তদন্ত করতে কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমানকে নির্দেশ দেন। তিনি তদন্ত করে ঘটনার সত্যতা পেলে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন পাঠান। ফলে বৃহস্পতিবার এসআই অরিফকে প্রত্যাহার করা হয়। পুলিশ পরিদর্শক মো. সেলিমের ব্যাপারে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে।

আসাদু্জ্জামান ফারুক/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।