ভৈরবে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কিশোরের

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ১০:২৭ পিএম, ১৮ জানুয়ারি ২০২০
ফাইল ছবি

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে জুবাইদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার বিকেলে ভৈরবের কালিকাপ্রসাদ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোর কুলিয়ারচর উপজেলার পূর্ব লালপুর গ্রামের মৃত জজ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, কালিকাপ্রসাদ এলাকার আউটলাইনে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিল জুবাইদ। এ সময় ভৈরব থেকে কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আসছিল। ট্রেন আসতে দেখে স্থানীয়ারা তাকে ডাকলেও সে শোনেনি। ফলে ট্রেনের নিচে কাঁটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে রেলওয়ে থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার দেহটি কয়েক টুকরো হয়ে রেললাইনের উপর ও পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান তিনি।

আসাদুজ্জামান ফারুক/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।