স্ত্রীকে ওষুধ আনতে পাঠিয়ে স্বামীর আত্মহত্যা
পেটের ব্যাথায় ছটফট করছিলেন সামছু মিয়া (৭০)। পরে ওষুধ আনতে স্ত্রীকে দোকানে পাঠান। কিন্তু ওষুধ নিয়ে বাড়িতে এসে দেখেন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন তিনি।
রোববার (২৬ জানুয়ারি) বিকেলে নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী মনিকা গ্রামে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, অসুখের যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মহত্যা করেন সামছু মিয়া।
সামছুর স্ত্রী সাজিদা ও স্বজনদের দাবি, দীর্ঘদিন ধরে পেটের অসুখে ভুগছিলেন সামছু। অন্যান্য দিনের মতো রোববারেও ব্যথায় কাতরাচ্ছিলেন তিনি। পরে স্ত্রীকে বাজারে ওষুধ আনতে পাঠিয়ে নিজের ঘর খালি পেয়ে তিনি ফাঁসিতে ঝুলে পড়েন। ধারণা করা হচ্ছে, ব্যাধি থেকে মুক্তি পেতেই যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন সামছু।
ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক। তবে মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেননি তিনি।
কামাল হোসাইন/এমএসএইচ