করোনাভাইরাস, সোনামসজিদ স্থলবন্দরে সতর্কতা জারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ২৮ জানুয়ারি ২০২০

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনে সতর্কতা জারি করা হয়েছে। চীনে করোনাভাইরাসের প্রেক্ষিতে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনে তিন সদস্যের একটি চিকিৎসক দল ভারত থেকে আগত যাত্রীদের পরীক্ষার কাজ শুরু করেছেন।

দেশের অন্যান্য বন্দরে গতকাল সোমবার থেকে এ কার্যক্রম চালু হলেও সোনামসজিদ বন্দরে মঙ্গলবার থেকে এ পরীক্ষা কাজ শুরু করেছে চিকিৎসক দল। এ বন্দর দিয়ে প্রতিদিন প্রায় আড়াই’শ জন পাসর্পোটধারী ও চার’শ ট্রাক চালক প্রবেশ করে। এদের মধ্যে শুধু পাসর্পোটধারীদের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকলেও ট্রাক চালক ও হেলপারদের শারীরিক পরীক্ষার কোনো ব্যবস্থা নেই।

ভারতের মহদীপুর ইমিগ্রেশনে করোনা ভাইরাস সনাক্তে কোনো উদ্যোগ নেয়া হয়নি বলে ভারত থেকে আগত যাত্রীরা জানিয়েছেন। ভারতীয় ট্রাক চালক ও খালাসিদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি বন্দর সংশ্লিষ্টদের।

স্থলবন্দরে কর্তব্যরত মেডিকেল দলের প্রধান ও শিবগঞ্জ উপজেলার নামোটিকরী উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. তসিকুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা মোতাবেক ভারত থেকে আসা যাত্রীদের কাছ থেকে মৌখিকভাবে শুনে ও প্রথমে লক্ষণ দেখে প্রাথমিক পরীক্ষা করে ছেড়ে দেয় হচ্ছে। করোনা ভাইরাস পরীক্ষার কোনো যন্ত্রপাতি সোনামসজিদে না থাকায় যাত্রীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমেই আক্রান্ত কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে।

এছাড়া করোনাভাইরাসের সিমটমের সঙ্গে কোনো যাত্রীর মিল থাকলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত কোনো যাত্রী পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওই চিকিৎসক।

মোহাঃ আব্দুল্লাহ/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।