জেরিন হত্যার জট খুলেছে, ১১ দিন পর লাশ উত্তোলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ৩০ জানুয়ারি ২০২০

ময়নাতদন্তের জন্য ১১দিন পর মদিনাতুল কিবরিয়া জেরিনের লাশ উত্তোলন করা হয়েছে। রোববার দুপুরে সিনিয়র সহকারী কমিশনার মাসুদ রানার উপস্থিতিতে তার লাশ উত্তোলন করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ও সহকারী কমিশনার শাহ আজিজ উপস্থিত ছিলেন। জেরিন এসএসসি পরীক্ষার্থী ছিল।

এর আগে রোববার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শাহিনুর আক্তার মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে জেরিনের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের আদেশ প্রদান করেন।

উল্লেখ্য, মদিনাতুল কিবরিয়া জেরিনকে প্রেমে সাড়া না দেওয়ায় গত ১৮ জানুয়ারি সকালে সদর উপজেলার রিচি এলাকায় সিএনজি চালিত অটোরিকশা থেকে ফেলে গুরুতর আহত করে। পরদিন সিলেটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের পরিবার প্রথমে এটিকে সড়ক দুর্ঘটনা মনে করে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করে। পরে পুলিশের তদন্তে দ্রুত রহস্য উদঘাটন হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।