বিএনপি নেতারা চায় না খালেদা জিয়া মুক্তি পাক : তথ্য প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০

তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেছেন, বিএনপি নেতারা চান না খালেদা জিয়া মুক্তি পাক। তারা খালেদা জিয়ার পক্ষে সঠিকভাবে আইনি লড়াই চালাননি, শুধু সময় নিয়েছেন।

তিনি বলেন, বিএনপির সম্বল বলতে এখন কিছু নেই। তাদের একমাত্র সম্বল মিথ্যাচার। যেখানেই যান সেখানেই মিথ্যাচার করেন বিএনপি নেতারা। প্যারোলে মুক্তি চাইলে খালেদা জিয়ার নিজেকেই প্রার্থনা করতে হবে। আবেদন করতে হবে আদালতের কাছে। প্যারোলে মুক্তি কীভাবে হয় তা বিএনপিকে জানতে হবে। না হলে জেলে যেভাবে আছে আদালতের রায় অনুযায়ী সেভাবেই খালেদা জিয়াকে থাকতে হবে।

রোববার দুপুরে জামালপুর পৌর ভূমি অফিস প্রাঙ্গণে সনাক-টিআইবি ও জেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী তথ্য মেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল মনি, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি অধ্যাপক মীর আনছার আলী, তথ্য মেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক কায়েদ উদ জামান ও টিআইবির প্রোগ্রাম ম্যানেজার চিত্তরঞ্জন রায়।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।