আওয়ামী লীগ মানেই উন্নয়ন : হুইপ ইকবালুর রহিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:০১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২০

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। আপনারা যারা বিভিন্ন দায়িত্বে রয়েছেন তারা যদি কোনো ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকেন, আর যদি প্রমাণ পাওয়া যায় তাহলে আপনাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। আওয়ামী লীগ সরকারকে দুর্বল ভাবার কোনো কারণ নেই।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিনাজপুর সদর উপজেলা পরিষদের মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ ইকবালুর রহিম বলেন, আওয়ামী লীগ মানেই উন্নয়ন, দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান গ্রাম হবে শহর। সেই লক্ষ্যে উন্নয়ন পরিকল্পনা তৈরি করুন। যাতে গ্রামের মানুষও শহরের মানুষের মতো সব সুয়োগ-সুবিধা ভোগ করতে পারে। কোনো লুটপাটের প্রকল্প দাখিল করবেন না।

তিনি আরও বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোতে সেবার মান বাড়াতে হবে। গরিব, অসহায় ও দরিদ্র মানুষকে সেবা দিতে হবে।

চিকিৎসকদের উদ্দেশে ইকবালুর রহিম বলেন, শুধু রোগীরা আপনাদের কাছে আসবে না, আপনারাও রোগীদের কাছে যান। কমিউনিটি ক্লিনিকগুলোতে ওষুধ আছে কি-না তদারকি করুন। তাহলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে লক্ষ্য নিয়ে কাজ করছেন সেই ভিশন বাস্তবায়ন হবে।

এ সময় দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, উপজেলা নির্বাহী অফিসার এস এইচ এম মাগ্ফুরুল হাসান আব্বাসী, শিক্ষা প্রকৌশল অধিদফতর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মো. শাহীনুর ইসলাম, দিনাজপুর শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, শিক্ষা প্রকৌশল অধিদফতর দিনাজপুরের সহকারী প্রকৌশলী আব্দুল আউয়াল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট, পাঁচবাড়ী মোখলেসুর রহমান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুলতান সালাউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে হুইপ ইকবালুর রহিম উপজেলা হল রুমে লিচু ও আম চাষিদের কীটনাশকমুক্ত ফল চাষ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণের উদ্বোধন করেন এবং টিআরের চেক ও আনসার ভিডিপি সদস্যদের মাছে বাই সাইকেল বিতরণ করেন।

এমদাদুল হক মিলন/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।