সোনাগাজীতে গোলাগুলিতে দুই ডাকাত নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:৩২ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২০

ফেনীর সোনাগাজীতে ডাকাত দলের গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুইজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি বন্দুক, ১ রাউন্ড তাজা গুলি ও ৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

সোনাগাজী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুদ্দিন আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে পড়ে থাকতে দেখে। তাদেরকে উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।