নওগাঁয় ৩৩ মাদকসেবী গ্রেফতার
নওগাঁ শহর ও এর আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদ, গাঁজা ও নেশার ট্যাবলেটসহ ৩৩ মাদকসেবীকে গ্রেফতার করেছে র্যাব- ৫ জয়পুরহাট ক্যাম্প।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এবং ডানা পার্কের আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেশীয় মদ সাড়ে ৫ লিটার, গাঁজা ৫০ গ্রাম, নেশা জাতীয় ট্যাবলেট ১৩ পিসসহ ৩৩ মাদকসেবীকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বয়স ১৮-৫০ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আব্বাস আলী/এমএসএইচ