নওগাঁয় করোনা আক্রান্ত সন্দেহে সিঙ্গাপুরফেরত যুবক হাসপাতালে ভর্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ০৩ মার্চ ২০২০

নওগাঁয় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে সিঙ্গাপুরফেরত এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাকে নওগাঁ সদর হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনাভাইরাস সন্দেহে ওই যুবক ভর্তি হওয়ার সংবাদ পেয়ে অনেক রোগী হাসপাতাল ছেড়ে চলে গেছে। অনেকে ছাড়পত্র নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছেন। পুরো হাসপাতালে এখন সেবিকা ও রোগীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রোগীর পরিবার সূত্রে জানা যায়, চার বছর সিঙ্গাপুরে শ্রমিকের কাজ করতেন তিনি। এর মধ্যে একবার গ্রামে এসেছিলেন। দেড় বছর পর গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আবার দেশে আসেন। গত দুইদিন তিনি সুস্থ ছিলেন। হঠাৎ করে রোববার রাত থেকে জ্বর, সর্দি ও মাথাব্যথা শুরু হয়। সোমবার বিকেলে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে দেখানো হলে নওগাঁতে আসতে বলেন। পরে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

হাসপাতালের সিনিয়র নার্স সাবিনা ইয়াসমিন বলেন, এ ভাইরাস মোকাবিলায় যে সুরক্ষিত পোশাক প্রয়োজন তা আমাদের নেই। যেহেতু এ রকম প্রথম একটা রোগী ভর্তি হয়েছে, তাই একটু ভয় কাজ করছে।

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মুনির আলী আকন্দ বলেন, ‘করোনার যে উপসর্গ (জ্বর, সর্দি, কাশি), তার মধ্যে সবই আছে। তবে বিষয়টি নিয়ে এখনও আমরা নিশ্চিত না। পরীক্ষার জন্য কিছু নমুনা আমরা ঢাকায় পাঠিয়েছি। এটা একটা গুজব হতে পারে।’

তিনি আরও বলেন, করোনাভাইরাস মোকাবিলায় প্রাথমিকভাবে মাস্কসহ চিকিৎসার যেসব সরঞ্জামাদি দরকার হয় তা আমাদের যথেষ্ট আছে। পরীক্ষার পর যদি রোগীর শরীরে করোনা পাওয়া যায়, তাহলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

আব্বাস আলী/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।