অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো কসবা সীমান্ত হাট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২:২০ পিএম, ১৩ মার্চ ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বন্ধ করে দেয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট। ফলে রোববার (১৫ মার্চ) থেকে আর বসছেনা এই হাট। সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির বৈঠকে অনির্দিষ্টকালের জন্য হাটের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও কসবা সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মিতু মরিয়ম শুক্রবার সকালে মুঠোফোনে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৮ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ে করোনা ভাইরাস বিষয়ক স্বাস্থ্য বিভাগের এক সভায় জনসমাগম এড়াতে কসবা সীমান্ত হাট বন্ধ রাখার ব্যাপারে আলোচনা হয়। এর প্রেক্ষিতে ১০ মার্চ সীমান্ত হাট ব্যবস্থা কমিটির বৈঠকে অনির্দিষ্টকালের জন্য হাটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কমলাসাগর সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটিও বৈঠক করে হাট বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানায় কসবা সীমান্ত হাট কর্তৃপক্ষকে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও কসবা সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মিতু মরিয়ম জানান, হাট ব্যবস্থাপনা কমিটির বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে হাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আবার দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে হাট খুলে দেয়া হবে। ভারতের সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটিও বৈঠক করে হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, কসবা উপজেলার তারাপুর ও ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কমলাসাগর সীমান্তে নির্মিত দুই দেশের যৌথ মালিকানার এ সীমান্ত হাট গত ২০১৫ সালের ৬ জুন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। দুই দেশের ৫০টি করে মোট ১০০টি দোকান রয়েছে এই হাটে। প্রতি রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে হাটের বেচা-কেনা।

আজিজুল সঞ্চয়/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।