শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১১:৫৯ এএম, ১০ ডিসেম্বর ২০২৪

চাঁদপুরের হাজীগঞ্জে শীতের সকালে আগুনে পোহাতে গিয়ে দগ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন মৃতের ভাই এসএম মিরাজ মুন্সী।

মৃত নাজমুন্নাহার (৫০) পৌরসভার রান্ধুনীমুড়া মুন্সী বাড়ির বাসিন্দা।

পরিবার জানায়, রোববার (৮ ডিসেম্বর) ভোরে আগুন পোহাতে গিয়ে অসাবধানতাবশত আগুনে তার শরীরের ৪০ ভাগ পুড়ে যায়। প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে চিকিৎসাকালে মারা যান তিনি। এ সময় তার ছেলেও মাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন।

এদিকে চাঁদপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শোয়েব আহম্মেদ জানান, গত কয়েকদিন ধরে সকালে ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠা-নামা করছে। মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চাঁদপুরের জনপদ।

শরীফুল ইসলাম/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।