সুনামগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ৫ প্রবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১১:৩৩ পিএম, ১৫ মার্চ ২০২০

ইতালি, ওমান ও স্পেনফেরত ৫ জনকে সুনামগঞ্জে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে ৩ জন ইতালি, আর দুজন ওমান ও স্পেন থেকে দেশে ফিরেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার (১৪ মার্চ) বিদেশফেরত পাঁচজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে মেডিকেল চেকআপ করা হয়। পরে রোববার তাদের হোম কোয়ারেন্টাইন ব্যবস্থা নেয়া হয়। তাদের বাড়ি সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার উপজেলায়।

jagonews24

সিভিল সার্জন ডা. শামছুদ্দিন জানান, প্রবাসী পাঁচজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যারা কোয়ারেন্টাইনে আছেন তাদের মধ্যে কেউ নিজ থেকে, আবার কাউকে আমরা খবর দিয়ে আমরা কোয়ারেন্টাইন ব্যবস্থায় নিয়ে এসেছি। তারা এখন পুরোপুরি সুস্থ আছেন। তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।

মোসাইদ রাহাত/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।