নওগাঁয় ৪৪ জন হোম কোয়ারেন্টাইনে
নওগাঁর আট উপজেলায় বিদেশফেরত ৪৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়িতে অবস্থানের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সোমবার (১৬ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল।
জানা গেছে, নওগাঁ সদর উপজেলায় একজন, রানীনগরে দুইজন, আত্রাইয়ে ১২ জন, মহাদেবপুরে দুইজন, বদলগাছীতে তিনজন, ধামইরহাটে একজন, নিয়ামতপুরে দুইজন ও সাপাহার উপজেলায় ২১ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল বলেন, সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি উপজেলায় ৪৪ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। তারা সবাই বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে গ্রামের বাড়িতে এসেছেন। এজন্য তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যদি ১৪ দিনের মধ্যে তাদের শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ দেখা দেয় তাহলে তাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
তিনি বলেন, প্রতিদিন স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নিচ্ছেন। তাদেরকে বাইরে ঘোরাফেরা না করে বাড়িতে অবস্থানের পরামর্শ দেয়া হচ্ছে। তারা এখনও সুস্থ আছেন। ১৪ দিনের মধ্যে যদি তাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয় তাহলে পরবর্তীতে আমরা পদক্ষেপ নেব।
আব্বাস আলী/আরএআর/এমকেএইচ