চুয়াডাঙ্গায় ইতালিফেরত যুবক আইসোলেশনে
চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সদ্য ইতালিফেরত এক যুবককে (৩০) চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে ওই যুবককে সদর হাসপাতালে ভর্তি করা হয়। গত ১২ মার্চ তিনি দেশে ফেরেন। তার শরীরে করোনাভাইরাসের জিবাণু আছে কি-না তা পরীক্ষা করতে ঢাকা থেকে চুয়াডাঙ্গায় আসছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) একটি প্রতিনিধি দল।
ইতালিফেরত ওই যুবকের বাবা বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পর ছাড়পত্রও দেয়া হয়। ঢাকায় দুই দিন অবস্থানের পর সে আলমডাঙ্গাতে ফেরে ১৪ তারিখে। এর একদিন পর থেকেই ঠান্ডা, কাশি ও গলাব্যথাসহ জ্বরে আক্রান্ত হয় সে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির জানান, বিশ্বের মধ্যে এখন করোনা আক্রান্তের সংখ্যা ইতালিতে সবচেয়ে বেশি। সেখানে মারা গেছে বহুসংখ্যক মানুষ। সেই ইতালি থেকে দেশে ফিরে ঠান্ডা, জ্বর ও কাশিতে ওই যুবক আক্রান্ত হওয়ার খবরে পেয়ে দ্রুত আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দীন সাঈদকে পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেয়া হয়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নির্দেশনা পেয়ে ডা. হাদী জিয়াউদ্দীন ওই যুবককে সোমবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করান।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, ওই যুবককে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা করতে ঢাকা থেকে আইইডিসিআর’র একটি প্রতিনিধি দল চুয়াডাঙ্গায় আসার কথা রয়েছে। তাদের পরীক্ষা-নিরীক্ষার পরই মূলত নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা আক্রান্ত হয়েছেন কি-না।
সালাউদ্দিন কাজল/আরএআর/এমকেএইচ