সাত সকালে পিকআপ-নসিমন সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:০৫ এএম, ১৭ মার্চ ২০২০
ফাইল ছবি

হাটিকমুরুল-বনপাড়া মহাসড়কে সিরাজগঞ্জের সলঙ্গায় পিকআপ ভ্যান ও নসিমন মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে সলঙ্গা থানার গোঁজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে পাবনাগামী পিকআপ ভ্যান ও হাটিকুমরুল মাছের আড়তগামী একটি নসিমন গোঁজা ব্রিজ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও দুর্ঘটনা কবলিত পরিবহন দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।