বঙ্গবন্ধু এই মাটির সন্তান বলেই আমরা স্বাধীনতা পেয়েছি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ১৭ মার্চ ২০২০

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মাটির সন্তান বলেই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। আমাদের আছে লাল সবুজের অনন্য পতাকা। আজ তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত করছেন। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বেই আমাদের আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) নেত্রকোনা জেলা পাবলিক হলে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দিবসের প্রথম প্রহরে মোক্তারপাড়া ব্রিজের পাশে মুজিববর্ষের ক্ষণগণনা স্থলে কেক কেটে ও শহীদ মিনারের সামনের সড়কে ১০০ মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনি এবং সকল সরকারি আধা-সরকারি স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় মোক্তারপাড়া মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্ন শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার আকবর আলী মুন্সী, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সহধর্মিনী কামরুন্নেছা আশরাফ দীনা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার নুরুল আমিন, জেলা রেড ক্রিসেন্টের সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু ও জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আলাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড রোগে আক্রান্ত রোগী ও প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক এবং এসিড দগ্ধ ৪০৭ জনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। বাদ জোহর মসজিদ, মন্দির গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

কামাল হোসাইন/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।