সন্দ্বীপে ইতালিফেরত ২ জন হোম কোয়ারেন্টাইনে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:২০ পিএম, ১৮ মার্চ ২০২০

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ইতালিফেরত দুই প্রবাসীকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ দু’জন হলেন উপজেলার গাছুয়া ইউনিয়নের মো.আব্দুল মান্নান ও পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মো. সোহেল।

জানা গেছে, তাদের মধ্যে একজন ৭ মার্চ ইতালি থেকে চট্টগ্রাম হয়ে ৯ মার্চ সন্দ্বীপ পৌঁছান। অন্যজন সন্দ্বীপ পৌঁছান ১০ মার্চ। এরমধ্যে মো.সোহেল সন্দ্বীপ গিয়ে পরদিন আবার চট্টগ্রামের হালিশহর চলে যান। তিনি এখন হালিশহর এলাকায় অবস্থান করছেন। তিনি ওই এলাকায় হোম কোয়ারেন্টাইনে আছে বলে জানা গেছে।

আব্দুল মান্নান নিজ বাড়িতে হোম কোয়ারান্টাইনে রয়েছেন বলে জানিয়েছেন সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলুল করিম। তিনি জানান, ইতালিফেরত দুই প্রবাসী করোনা মুক্ত সার্টিফিকেট এনেছে। তবুও তারা আমাদের সন্দেহের বাইরে নয়। সন্দ্বীপে অবস্থান করা মন্নানকে আমরা ১৪ দিনের হোম কোয়ারান্টাইনে রেখেছি। তাকে মোবাইলে তদারকি করা হচ্ছে।

এমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।