কিশোরগঞ্জে ২৬৩ জন কোয়ারেন্টাইনে
কিশোরগঞ্জে করোনা প্রতিরোধে ২৪ ঘণ্টায় ৯২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলার ১৩টি উপজেলার মধ্যে ১১টি উপজেলায় ২৭৯ জনকে কোয়ারেন্টোইনে রাখা হয়।
এদের মধ্যে কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফিরেছেন ১৬ জন। বর্তমানে ২৬৩ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। তবে এখন পর্যন্ত জেলায় কোথায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।
কিশোরগঞ্জের সিভিল সার্জন মো. হাবিবুর রহমান বলেন, জেলার অষ্টগ্রামে ১৩ জন ও ভৈরবে ছয়জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকিদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
নতুন করে কোয়ারেন্টাইনে রাখা রোগীর সংখ্যা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, আতঙ্কিত না হয়ে সচেতন থাকার জন্য সবাইকে পরামর্শ দেয়া হচ্ছে। কোয়ারেন্টাইনে থাকা লোকজনের বেশির ভাগই বিদেশফেরত। কোয়ারেন্টাইনে থাকা কয়েকজনের নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর।
এদিকে হোম কোয়ারেন্টাইনে থাকা অনেকেই নিয়ম না মেনে বাইরে ঘোরাফেরা করছেন বলে অভিযোগ এসেছে। তবে সিভিল সার্জন মো. হাবিবুর রহমান জানিয়েছেন, এ ব্যাপারে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সজাগ আছে। প্রয়োজনে আইন প্রয়োগ করে সন্দেহজনক ব্যক্তিদের কোয়ারেন্টাইনে নেয়া হবে।
নূর মোহাম্মদ/এএম/এমকেএইচ