রংপুরের ৮ জেলায় কোয়ারেন্টাইনে ৬২৭ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রংপুর
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২০ মার্চ ২০২০

রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৭৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে গত ১০ দিনে হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৭ জনে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহমেদ খান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত) হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে রংপুরে ১৫৭, পঞ্চগড়ে ৮, নীলফামারীতে ৪০, লালমনিরহাটে ৩৫, কুড়িগ্রামে ৬৭, ঠাকুরগাঁওয়ে ১০, দিনাজপুরে ৩৬ ও গাইবান্ধায় ২০ জন।

রংপুরের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশার জাকির হোসেন জানিয়েছেন, সরকারের নীতিমালা অনুযায়ী বিদেশফেরত কিংবা দেশের অন্য এলাকা থেকে আসা কোনো অসুস্থ ব্যক্তিকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করছে প্রশাসন।

জিতু কবীর/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।