নিষেধাজ্ঞা অমান্য করে হবিগঞ্জে পুণ্যস্নান
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলেও হবিগঞ্জের লাখাইয়ে পুণ্যস্নান করেছে সনাতন ধর্মাবলম্বীরা। রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার করাব বেকিটেকা এলাকায় বেলেশ্বরী নামক স্থানে সুতাং নদীতে এ পুণ্যস্নানের আয়োজন করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন গিয়ে এ পুণ্যস্নান পণ্ড করে দেয়।
স্থানীয়রা জানান, প্রতি বছরের ন্যায় বেলেশ্বরীতে এবারও পুণ্যস্নান ও বারুনী মেলার আয়োজন করা হয়। এতে হাজারও লোকের সমাগম ঘটে। অথচ প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দেশব্যাপী ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। এ নিষেধাজ্ঞা অমান্য করেই সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা মেলা ও পুণ্যস্নানের আয়োজন করে। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন গিয়ে বারুনী মেলা ও পুণ্যস্নান বন্ধ করে দেয়।
হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, খবর পেয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিসহ পুলিশ গিয়ে মেলা ও পুণ্যস্নান বন্ধ করে দিয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/এমএস