সিরাজগঞ্জ থেকে চট্টগ্রাম-সিলেট রুটে বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:১৯ এএম, ২৪ মার্চ ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সিরাজগঞ্জ থেকে চট্টগ্রাম ও সিলেট রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতি। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি জিন্নাহ আলমাজি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার বিকেল থেকে চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে আমাদের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে দেশের অন্য জেলার সঙ্গে বাস চলাচল। বর্তমানে যাত্রীর সংখ্যাও কমে গেছে। আমরা সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি। সরকার বাস বন্ধের নির্দেশনা দেওয়া মাত্র বন্ধ করে দেয়া হবে।

জিন্নাহ আলমাজি আরও বলেন, কোভিড-১৯ সম্পর্কে যাত্রীদের সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছি। আর বাসে ওঠার আগে যাত্রীদের হাত-মুখ পরিষ্কার করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।