সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:৩৩ এএম, ২৪ মার্চ ২০২০

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে রাজশাহী ও খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের সয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন মজুমদার বলেন, সয়দাবাদ এলাকায় মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় প্রকৌশলী-২ আব্দুর রহিম জানান, ভারতের পণ্যবাহী ট্রেন ঈশ্বরদী থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ে যাওয়ার পথে ট্রেনটি সয়দাবাদ পৌঁছালে এর দুটি বগি লাইনচ্যুত হয়।

এতে ওই স্টেশনের লুপ লাইনসহ তিনটি লেন লক হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যেগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগি দুটি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আনা হচ্ছে। রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হবে।

ইউসুফ দেওয়ান রাজু/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।