ভৈরবে ইতালি প্রবাসীর মৃত্যু করোনায় নয়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৩:২০ পিএম, ২৪ মার্চ ২০২০

ভৈরবে মারা যাওয়া ইতালি প্রবাসী (৬৫) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। তিনি হৃদরোগে আক্রন্ত হয়ে মারা গেছেন। সরকারের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বরাত দিয়ে মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে এ তথ্য জানিয়েছেন ভৈরব উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ।

এদিকে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, তিনি ঢাকার আইইডিসিআর অফিস থেকে লিখিত প্রতিবেদনের মেইলটি দুপুরে পেয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মারা যাওয়া ওই ব্যক্তি ১৭ বছর যাবত ইতিলিতে ছিলেন। ইতালির পরিস্থিতি খারাপ দেখে তিনি গত ২৮ ফেব্রুয়ারি দেশে ফিরে আসেন। তবে ওই ব্যক্তি ইতালি থেকে ভৈরব ফেরার পর স্থানীয় প্রশাসন বা করোনা প্রতিরোধ কমিটিকে অবগত করেননি। তাই করোনা কমিটির সভাপতি বা সদস্য সচিবের অফিস তালিকায় তার নাম ছিল না। প্রতিবেশীরা ঘটনাটি জানার পরও ওই ব্যক্তি স্বাভাবিকভাবে ঘরে-বাইরে চলাফেরা করতেন। এনিয়ে এলাবাবাসী আতঙ্কিত ছিল। তার দুই ছেলে এখনও ইতালি প্রবাসী বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

গত বৃহস্পতিবার (২০ মার্চ) থেকে ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তারপর গত রোববার (২২ মার্চ) তার অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয় আবেদীন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। তখন ডাক্তাররা তাকে দ্রুত আইসোলেশনে নিয়ে যেতে পরামর্শ দেন।
একথা শুনে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় আরেকটি হাসপাতালে নিয়ে যান। পরে রাত সাড়ে ১০টায় তিনি ইউছুফ মেমোরিয়াল হাসাপাতালে মারা যান। পরে রাতেই তার মরদেহ শহরের বাসায় নেয়া হয়। এ খবর শুনে প্রশাসনসহ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। করোনা প্রতিরোধ কমিটির সদস্যরা রাতেই ওই ব্যক্তির বাসায় ছুটে যান।

পরে স্থানীয় প্রশাসন ঘটনাটি জেলা প্রশাসনসহ আইইডিসিআর কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে সোমবার (২৩ মার্চ) সকালে ঢাকা থেকে আইইডিসিআর’র কর্মীরা ভৈরবে এসে তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যান। দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে জানাজা শেষে তাকে পৌর কবরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় ভৈরবের প্রশাসনসহ মানুষের মধ্য আতঙ্ক বিরাজ করছিল। মঙ্গলবার দুপুরে ওই ব্যক্তির করোনাভাইরাস মুক্তির খবরে ভৈরববাসীর মধ্য স্বস্থি ফিরে আসে।

আসাদুজ্জামান ফারুক/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।