জ্বর-সর্দি-কাশি নিয়ে রংপুরে আইসোলেশনে যুবক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ২৪ মার্চ ২০২০

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে এক যুবককে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে ভর্তি করা হয়। ভর্তি হওয়া যুবকের বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঁশবাড়ি গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, নারায়ণগঞ্জের একটি চাইনিজ কোম্পানিতে চাকরি করতেন ওই যুবক। ৬-৭ দিন আগে তিনি সেখান থেকে বাড়িতে যান। এরপর ৩-৪ দিন থেকে অসুস্থবোধ করলে মঙ্গলবার সন্ধ্যায় তাকে রমেকে ভর্তি করা হয়।

রংপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব সিভিল সার্জন হিরম্ব কুমার রায় বলেন, জ্বর-সর্দি-কাশি নিয়ে ওই যুবককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জিতু কবীর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।