ট্রাকচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ২৫ মার্চ ২০২০
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের কামারখন্দে বালুবাহী ট্রাকচাপায় আসলাম হোসেন (৩৬) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের ভদ্রঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসলাম হোসেন সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাতী গ্রামের মৃত মহরম আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ভদ্রঘাট এলাকায় এসিআই গোদরেজের পণ্যবাহী একটি ট্রাক বের হয়ে মহাসড়কে উঠছিল। এ সময় বালুবাহী অপর একটি ট্রাক মহাসড়ক দিয়ে যাওয়ার সময় এসিআইয়ের ট্রাকটিকে সাইড দিতে গিয়ে রাস্তার সাইডে থাকা পথচারী আসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কামারখন্দ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র দেব জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।