দোকান খোলা রাখায় ২৩ হাজার টাকা জরিমানা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ২৫ মার্চ ২০২০

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে নির্ধারিত কিছু দোকান ছাড়া সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। তবে সেই আদেশ অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছিলেন কেউ কেউ। এজন্য হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পাঁচ দোকানিকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমী আক্তার।

স্থানীয় সূত্র জানায়, সরকারি নির্দেশনা না মানায় স্টেশন রোডে আব্দুর রহিম স্টোরকে পাঁচ হাজার, আঁখি ইলেকট্রনিকসকে ১০ হাজার, দাউদনগর বাজারে আনন্দ ফ্যাশনকে দুই হাজার, মদিনা স্টোরকে পাঁচ হাজার ও পুরানবাজারে মনিহার শিল্পালয়কে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে ইউএনও সুমী আক্তার বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নিয়ম না মেনে দোকান খোলা রাখায় পাঁচ দোকানিকে জরিমানা করা হয়েছে। অভিযান চলবে, কাল থেকে কেউ দোকানপাট খুললে জেলেও যেতে হবে।

কামরুজ্জামান আল রিয়াদ/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।