চেনা শহর এখন অচেনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২৬ মার্চ ২০২০
কিশোরগঞ্জ শহর ফাঁকা

করোনা পরিস্থিতিতে বদলে গেল কিশোরগঞ্জের চিরচেনা দৃশ্য। শহরের সব দোকানপাট বন্ধ। বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন। চারদিকে উদ্বেগ এবং আতঙ্ক। চেনা শহর এখন অচেনা।

কিছুক্ষণ পর পর টহল দিচ্ছে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের গাড়ি। প্রায় জনমানবশূন্য শহরকে জীবাণুমুক্ত রাখতে কিশোরগঞ্জ পৌরসভা ও ফায়ার সার্ভিসের উদ্যোগে ছিটানো হচ্ছে জীবাণুনাশক।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাদির মিয়া বলেন, করোনা প্রতিরোধে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সার্বিক প্রস্তুতি রয়েছে আমাদের।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৭৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৮৮ জন। জেলার ১৩টি উপজেলায় ৮৩৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এর মধ্যে কোয়ারেন্টাইন শেষ করেছেন ৪৪৭ জন। তবে এখনও জেলায় করোনা আক্রান্ত শনাক্ত হয়নি।

নূর মোহাম্মদ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।