পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন নীলফামারীর কারাবন্দিরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ১০:৪০ এএম, ২৭ মার্চ ২০২০
প্রতীকী ছবি

নীলফামারী কারাগারের বন্দীরা প্রতি সপ্তাহে একদিন পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং মুজিববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে এ সেবার উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ, জেল সুপার আরিফ হোসেন ও করাগারের জেলার মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।

জেলা কারাগারের জেলার মুশফিকুর রহমান জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নীলফামারী কারাগারের বন্দীরা এই সুবিধা ভোগ করতে পারবেন। এখন থেকে বন্দীরা প্রতি সপ্তাতে এক দিন করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারবেন।

জাহিদুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।