তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
কুড়িগ্রামের রৌমারীতে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ হোসেন আলী (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির বাবার করা মামলায় শুক্রবার (২৭ মার্চ) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হোসেন আলী রৌমারী সদর ইউনিয়নের বাওয়াইর গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশে নদীতে গোসল করতে যান শিশুটির মা। যাওয়ার সময় শিশুটিকে কোলে নিয়েছিল প্রতিবেশী হোসেন আলী। এ সময় পাশের বাড়িতে নিয়ে শিশুটির ওপর যৌন নির্যাতন চালালে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। সুযোগ বুঝে পালিয়ে যান হোসেন আলী। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।
রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, প্রাথমিকভাবে চিকিৎসকের কাছে নিশ্চিত হয়ে আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নাজমুল হোসাইন/আরএআর/জেআইএম