মাশরাফির চাল-ডাল পেয়ে দিনমজুর বললেন ভালো এমপি পেলাম
নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পক্ষ থেকে দিনমজুর ও হতদরিদ্রদের মাঝে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতি ও শুক্রবার প্রাথমিক পর্যায়ে কর্মহীন ৩০০ পরিবারের মাঝে এসব জিনিসপত্র বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে পাঁচ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি করে ডাল-আলু-পেঁয়াজ-লবণ ও একটি সাবান দেয়া হয়েছে। করোনাভাইরাসের সংকটময় মুহূর্তে এসব জিনিসপত্র পেয়ে খুশি হতদরিদ্ররা।
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে ভওয়াখালী গ্রামের দিনমজুর মিন্টু বলেন, এই প্রথম কোনো এমপির চাল-ডাল পেলাম। আল্লাহ আমাদের ভালো একজন এমপি দিয়েছেন। আমরা তার জন্য দোয়া করব।
এসব খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন চন্দ্র বসু বলেন, এমপি মাশরাফির নির্বাচনী এলাকা নড়াইল সদরের একাংশ এবং লোহাগড়া উপজেলার এক হাজার ২০০ দরিদ্র পরিবারকে এ খাদ্য সহায়তা দেয়া হবে। প্রাথমিক পর্যায়ে ৩০০ পরিবারকে এ সহায়তা দেয়া হয়েছে।
তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে মাশরাফির নিজস্ব তহবিল থেকে চিকিৎসক, নার্স এবং সাংবাদিকদের জন্য প্রাথমিক পর্যায়ে ২০০ পিপিই’র (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পোশাক) ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে আরও ৩০০ পিপিই’র ব্যবস্থা করবেন এমপি মাশরাফি।
নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মশিউর রহমান বাবু বলেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পিপিই আমাদের হাতে এসে পৌঁছায়নি। আশা করছি কালকের মধ্যে পেয়ে যাব।
জানা গেছে, সংসদ সদস্য হিসেবে নড়াইলের নির্বাচনী এলাকায় চাল-ডালসহ অন্যান্য উপকরণ দেয়ার পাশাপাশি করোনা পরিস্থিতি মোকাবিলায় খেলোয়াড়দের পক্ষ থেকেও ভূমিকা রাখছেন মাশরাফি। করোনাভাইরাসের এই কঠিন সময়ে ক্রিকেটাররা যে ৩০ লাখ টাকার তহবিল গঠন করেছেন, মাশরাফি সেখানে দিয়েছেন দুই লাখ ২৫ হাজার টাকা। নিজের জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করছেন তিনি। এমনটিই জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা এমপির ব্যক্তিগত সহকারী জামিল আহমেদ সানি।
হাফিজুল নিলু/এএম/এমকেএইচ