দেড়শ পরিবারকে খাদ্যসামগ্রী দিল বেনাপোল কাস্টমস

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১২:০৭ এএম, ০২ এপ্রিল ২০২০

স্থলবন্দরের দৈনিক শ্রমিক, সিঅ্যান্ডএফ কর্মচারিদের প্রায় দেড়শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বেনাপোল কাস্টমস হাউস।

বুধবার (১ এপ্রিল) দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে কাস্টমস হাউস থেকে ফুড ব্যাগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ব্যাগের মধ্যে রয়েছে ২০ কেজি চাল, পাঁচ কেজি ডাল, দুই কেজি আলু, দুই লিটার তেল, লবণ ও সাবান।

jessore

এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী, ডেপুটি কমিশনার শামীম আহমেদ, সহকারী কমিশনার আকরাম হোসেন, রাজস্ব কর্মকর্তা নঈম মিরন, সহকারী রাজস্ব কর্মকর্তা আশরাফ হোসেন ও বেনাপোল পোর্ট থানা পুলিশের কর্মকর্তারা।

কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, সময় এমন থাকবে না। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়। বেনাপোল ও শার্শায় প্রধানমন্ত্রীর আহ্বানে যেসব খেটে খাওয়া সাধারণ মানুষ নিজেদের গৃহবন্দী করে ফেলেছেন পর্যায়ক্রমে তাদের সবার মাঝে খাদ্যসামগ্রী দেয়া হবে। এ সময় তিনি বেনাপোলের বিত্তশালী ব্যবসায়ীদের এসব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

জামাল হোসেন/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।