আরও ২ মামলায় গ্রেফতার সাবেক এমপি আসাদ, প্রিজনভ্যানে ডিম নিক্ষেপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ১০:১২ পিএম, ১২ ডিসেম্বর ২০২৪

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে আরও দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে আসামির উপস্থিতিতে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক এ আদেশ দেন।

মামলা দুটিতে গ্রেফতার দেখানোর পর আসামিপক্ষের আইনজীবী ইব্রাহিম হোসেন আসাদের জামিন আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে আদালত তা নাকচ করে দেন।

এদিকে সাবেক এমপি আসাদকে আদালতে তোলার সময় আদালত চত্বরে প্রিজনভ্যানে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় উত্তেজিত জনতা প্রিজনভ্যান লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে কিছু লোকজন আসাদকে হামলার উদ্দেশ্যে প্রিজনভ্যানের ওপরে উঠে যান। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আদালত সূত্রে জানা গেছে, নতুন যে দুটি মামলায় সাবেক এমপি আসাদকে গ্রেফতার দেখানো হয়েছে, সেগুলো বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নগরের বোয়ালিয়া থানায় করা হয়েছে। একটি মামলার বাদীর নাম মো. রোকনুজ্জামান। গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ২৫ সেপ্টেম্বর তিনি মামলাটি করেন।

অপর মামলার বাদী আবদুর রশিদ ফকির। ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে ২৮ নভেম্বর তিনি মামলাটি করেন। মামলা দুটি তদন্ত করছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) দুজন উপপরিদর্শক (এসআই)।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, বোয়ালিয়া থানায় সাবেক এমপি আসাদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এ দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সাখাওয়াত হোসেন/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।