বাসাভাড়া মওকুফ করলেন মেয়র পত্নী সামা হক চৌধুরী
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেটসহ দেশব্যাপী অঘোষিত লকডাউন চলছে। এ পরিস্থিতি বিবেচনায় সিলেট নগরের কুমারপাড়াস্থ নিজস্ব কলোনীর ১৮ পরিবারের বাসিন্দাদের এক মাসের ভাড়া মওকুফ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী সামা হক চৌধুরী।
নিম্নআয়ের শ্রমজীবি-কর্মহীন ১৮ পরিবারের প্রায় এক লাখ টাকার বাসা ভাড়া মওকুফ করেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে মেয়র পত্নী সামা হক চৌধুরী জানান, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাধ্যতামূলক ছুটি দীর্ঘ হওয়ায় নিম্নআয়ের মানুষ খাদ্য সংকটে পড়েছেন।
তিনি আরও বলেন, এরই পরিপ্রেক্ষিতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কলোনী মালিকদের ভাড়া মওকুফের আহ্বানন জানান। সিটি মেয়রের আহ্বানে সাড়া দিয়ে আমার কলোনীর প্রত্যেক ভাড়াটিয়ার ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছি।
এ মহামারির সময়ে নিম্নআয়ের কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে সিলেট নগরের বাসা/কলোনী মালিকদের প্রতি আহ্বান জানান সামা হক চৌধুরী। তিনি বলেন, মানুষ মানুষের জন্য। এই মর্মবাণীকে সত্যে পরিণত করতে সবাইকে মানবতার হাত বাড়িয়ে দিতে হবে।
ছামির মাহমুদ/এমএএস/এমকেএইচ