রাজশাহীতে বিদেশফেরত ৩৭৪ জন কোয়ারেন্টাইনে
রাজশাহীতে বিদেশফেরত ৩৭৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি।
শুক্রবার (০৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক। তিনি বলেন, গত ১ মার্চ থেকে এখন পর্যন্ত রাজশাহী সিটিসহ নয় উপজেলায় এক হাজার ৭৬ জন বিদেশফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়। এর মধ্যে এখনও কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৭৪ জন। কোয়ারেন্টাইন শেষ করেছেন ৭০২ জন। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনে গেছেন ২০ জন। এদের ১৮ জনই ভারতফেরত। অন্য দুজন এসেছেন চীন থেকে।
সিভিল সার্জন বলেন, রাজশাহী নগরীতে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১০২ জন। এর মধ্যে ১৬ জনই যুক্ত হয়েছেন ২৪ ঘণ্টায়। নগরীতে কোয়ারেন্টাইন শেষ করেছেন ৪৩১ জন। এখনও কোয়ারেন্টাইনে রয়েছেন জেলার বাঘায় ২২ জন, চারঘাটে ৪৪ জন, পুঠিয়ায় ৪০ জন, দুর্গাপুরে ১৪ জন, বাগমারায় ৩৪ জন, মোহনপুরে ৫২ জন, তানোরে ১৬ জন, পবায় ২৩ জন এবং গোদাগাড়ীতে ২৭ জন। কোয়ারেন্টাইনে থাকা প্রত্যেকেই সম্প্রতি দেশে ফিরেছেন।
সিভিল সার্জন এনামুল হক আরও বলেন, প্রত্যেকেই নিয়ম মেনে হোম কোয়ারেন্টাইন পালন করছেন। বিষয়টি নজরদারিতে রেখেছে উপজেলা প্রশাসন। যারা নিয়ম অমান্য করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। জনস্বার্থে সবাইকে হোম কোয়ারেন্টাইন মেনে চলার আহ্বান জানান সিভিল সার্জন।
ফেরদৌস সিদ্দিকী/এএম/পিআর