খাদ্য সহায়তা চেয়ে জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ০৩ এপ্রিল ২০২০

অতিদরিদ্র ও দুস্থদের জন্য খাদ্য সহায়তা চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নীলফামারী জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসন নীলফামারীর ফেসবুক পেইজে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গেল ২৬ মার্চ থেকে হাসপাতাল, কাঁচা বাজার, খাবার এবং ওষুধের দোকান ছাড়া সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর ফলে কর্মহীন হয়ে পড়েছেন অতিদরিদ্র ও দুস্থ জনগোষ্ঠী। এদের মধ্যে রয়েছেন রিকশাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, বাদাম বিক্রেতা, হকার, ফেরিওয়ালা, কুলি, মুচি, গরিব চায়ের দোকানদার। এদের জন্য খাদ্য সহায়তা প্রয়োজন।

বিজ্ঞপ্তিতে নীলফামারীর বিত্তবান নাগরিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহকে জেলার এসব মানুষের জন্য খাদ্য/স্বাস্থ্য উপকরণ দিয়ে সহায়তার অনুরোধ করা হয়।

জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, সরকার সব সময় মানুষের পাশে রয়েছে। সব রকম সাহায্য সহযোগিতাও করছে। বিত্তবানরা এ সময়ে এগিয়ে আসলে আরও বেশি সহায়তা পাবেন কর্মহীন এসব মানুষ।

এদিকে দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে সরকারিভাবে জেলায় ১২ লাখ টাকা এবং তিনশ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

জাহিদুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।