প্রাণ-আরএফএল গ্রুপের খাদ্য সহায়তা পেল কালীগঞ্জের ৫০০ পরিবার
করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া গাজীপুরের কালীগঞ্জের ৫০০ পরিবারের মাঝে খাদ্যসহায়তা প্রদান করেছে দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার মুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে (প্রাণ-আরএফএল ফ্যাক্টরি গেট সংলগ্ন) স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের জেনারেল ম্যানেজার (ডিপিএল) রাহাত হোসেন রনি, জেনারেল ম্যানেজার (ময়মনসিংহ এগ্রো লি.) পরেশ কান্তি দাস, সিনিয়র ম্যানেজার (প্রশাসন) সাইদুর রহমান সাঈদ, গাজীপুর জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান, স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. মাজেদুল ইসলাম সেলিম, শহীদুল কাদের পাপ্পু, মিন্টু মিয়া, শহীদুল ইসলাম শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্যসহায়তা হিসেবে ৫০০ পরিবারকে পাঁচ কেজি করে চাল, এক কেজি করে ডাল ও এক কেজি করে লবণ প্রদান করা হয়।
আব্দুর রহমান আরমান/আরএআর/এমকেএইচ